Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় দেশের বৃহত্তম গণ কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় প্রতিনিধি সম্মেলন শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এম.পি। জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি শ্রমিক নেতা কামরূল আহসান।

সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ কার্যকরী সভাপতি এম এ হান্নান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, কার্যকরী সভাপতি মোঃ সেলিম ভূইয়া, মোজাম্মেল হক, অতিরিক্ত মহাসচিব মনির আহমেদ, মোঃ আজিম এবং জেলা শাখার নেতৃবৃন্দ।

৫ দফা দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ডসহ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে সংগঠনের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে সমবেত হয়। প্রতিনিধি সম্মেলনে পেশকৃত দাবি গুলো হচ্ছে, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, বার্ষিক ইনক্রিমেন্টের হার ২০ শতাংশ নির্ধারণ ও গৃহ নির্মাণ ঋণদান নীতিমালা সংশোধন, গণ কর্মচারীদের অধিকার প্রদান, সরকারি দপ্তরে আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান, মোতাবেক গণকর্মচারীদের অধিকার প্রদানসহ ৫ দফা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ