Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমরা আত্মরক্ষার্থে প্রস্তুত : ভেনিজুয়েলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ এরিয়াযা বলেছেন, যেকোন আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে এবং শত্রæর যেকোনো আঘাতের জবাব দেয়া হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভেনিজুয়েলার পবিত্র ভ‚মিকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা পাল্টা জবাব দেব। তবে আমরা আশা করছি এ ধরনের পরিস্থিতি কখনো সৃষ্টি হবে না।” স¤প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন একটি সামরিক চুক্তিকে ভেনিজুয়েলার বিরুদ্ধে কাজে লাগানোর ইঙ্গিত দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন। গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন সামরিক চুক্তি ‘টিআইএআর’ এ স্বাক্ষরকারী দেশগুলোকে ভেনিজুয়েলার সরকারের ওপর চাপ বাড়ানোর আহŸান জানিয়েছেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ