Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জরুরি চিঠি ১৯ বছর পর পৌঁছল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

জরুরি একটি চিঠি ডাক বিভাগের স্পিড পোস্টের (দ্রæত পৌঁছানোর মাধ্যম) মাধ্যমে পাঠানো হয়েছিল ২০০০ সালে। সেই চিঠি গন্তব্যে পৌঁছেছে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর। প্রেরক ও প্রাপক ছিলেন একই রাজ্যের। ১১ সেপ্টেম্বর তুহিন শংকরের মোবাইল ফোনে একটি এসএমএস আছে। তার চিঠিটি গন্তব্যে পৌঁছেছে বলে এসএমএসে জানানো হয়। তুহিনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে। তুহিন ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান। তবে চিঠিটি তিনি এত দিন আগে কাকে পাঠিয়েছিলেন তা এখন মনে করতে পারছেন না। তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ