Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ সেপ্টেম্বর আসছে হিমেলের পাগলামী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

আবদুল্লাহ চৌধুরী হিমেল শৈশব থেকে তিনি চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছেন। তিনি একজন প্রদর্শক হিসেবে পরিচিত। জেলা শহর ফেনীতে ‘কানন’ নামে তার একটি সিনেমা হল আছে। ঐহিত্যবাহী এই সিনেমা হলটি আজও তিনি পরিচালনা করে আসছেন। স¤প্রতি তিনি প্রদর্শক থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন। প্রযোজনা করেছেন ‘পাগলামী’ নামে একটি সিনেমা। এটি তার প্রথম প্রযোজিত সিনেমা। আগামী ২০ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে। হিমেল বলেন, এখন সিনেমার ব্যবসায় মন্দা চলছে। তারপরও এ শিল্পকে ভালোবাসি বলে আমার সিনেমা হলটি ধরে রেখেছি। পাশাপশি প্রযোজনায়ও আসলাম। আমি সবার সহযোগিতা চাই। পাগলামী একটি মিষ্টি প্রেমের রোমান্টিক সিনেমা। পরিচালনা করেছেন কমল সরকার। ছবির চিত্রনাট্য, সংলাপও তার লেখা। ক্যামেরায় কাজ করেছেন এমদাদ। সঙ্গীত এসডি লাল। সম্পাদনা শহিদুল ইসলাম। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, পারমিতা, রাজ, তোতা, প্রিন্স, সাদিয়া, আমির সিরাজী, গাঙ্গুয়া, শিবা সানু এবং হিমেল চৌধুরী। পরিবেশনায় হিমেল ফিল্মস ইন্টারন্যাশনাল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাগলামী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ