বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিলুফার ইয়াসমিন (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার নূরু সেখের স্ত্রী। নিলুফার ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ বেসরকারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত ১৮ আগষ্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা হুমায়ুন কবির ডেঙ্গু আক্রান্ত হয়ে নিলুফার ইয়াসমিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ১৮ নারী পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছে ৫৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।