Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে ডাচ ডেইরি ফার্ম পরিদর্শনে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৭ পিএম

মুন্সীগঞ্জে ডাচ ডেইরি ফার্ম লিমিটেড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িরা গ্রামে ওই ফার্মটি গড়ে তোলা হয়েছে।

পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। যার একটি উদাহরণ হিসেবে অবস্থান করছে এই ডার্চ ডেইরি ফার্মটি। অন্যরা এটিকে উদাহরণ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারে। আধুনিক এই ফার্মটি দেশের দারিদ্র্য বিমচনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

জানা যায়, এখানে ১২২টি অস্ট্রেলিয়ান গাভী ও ২৭৮টি ষাড় আছে। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে ২৯৬টি ছাগল ও ৩৯০টি ভেড়া আছে। দুধ দেয়ার উপযুক্ত গরু ফার্মে আছে ৫৯টি। এসব গরু হলস্টেন ফিজিয়ান। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল ৬০টি গরু। মিল্কভিটা, রস মিষ্টান্ন ভান্ডার, স্থানীয় ও ঢাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সংগ্রহ করে থাকে এ খামারের দুধ।

এসময় উপস্থিত ছিলেন, ডাচ ফার্মের ডিরেক্টর গিয়াস উদ্দিন আহম্মেদ নিরব, নূর মোহাম্মদ ইশতিয়াক ফেরদৌস ভূইয়া, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার প্রমুখ।



 

Show all comments
  • আনিছুর রহমান ২০ মার্চ, ২০২০, ৯:৫৪ এএম says : 0
    আমরা একটি উননত ডেয়ারি ফার্ম তৈরি করতে চাই। সাহায্য চাই।
    Total Reply(0) Reply
  • Md Robiul Islam ১৮ মে, ২০২০, ৩:৪৪ এএম says : 0
    এখানে কি গরু বিক্রয় করা হয়???
    Total Reply(0) Reply
  • Md Robiul Islam ১৮ মে, ২০২০, ৩:৪৪ এএম says : 0
    এখানে কি গরু বিক্রয় করা হয়???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ডের রাষ্ট্রদূত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ