Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:২১ পিএম

রাজশাহী মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রওশন আরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মৃত নারী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোসলেম উদ্দিন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার রওশন আরা ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে মঙ্গলবার তাকে কুষ্টিয়া হাসপাতাল থেকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এই নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. সাইফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ