Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাগী সিলের জন্য!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ধীরে-সুস্থে হাঁটাচলা করা শান্ত-সুন্দর দেখতে সিল যে এমন রেগে যাবে বুঝতেই পারেনি দুই মাদক পাচারকারী। আর সেই রাগী সিলের জন্যই ধরা পড়ে গেল বড় একটি মাদক পাচার চক্র। কারণ হয় রাগী সিলটির খপ্পরে পড়তে হত অথবা পুলিশের হাতে, এই পরিস্থিতিতে মাদক পাচারকারীরা আইনের হাতে নিজেদের তুলে দিয়ে প্রাণ বাঁচায়। আর সেই সূত্রে অস্ট্রেলিয়ার পুলিশ বড় একটি মাদক পাচার চক্রের হদিস পায়। সঙ্গে উদ্ধার হয় কয়েক টনের নিষিদ্ধ মাদকদ্রব্য। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।

জানা গেছে, ঘটনাটি ৩ সেপ্টেম্বরের। ওই দিন একটি ইয়টে করে মাদক পাচার হচ্ছিল। মাদক নিয়ে যাচ্ছিল এক ব্রিটিশ এবং এক ফরাসি নাগরিক। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্রে একটি দ্বীপের কাছে ডুবে থাকা পাথরে ধাক্কা মারে ইয়টটি। আর এগোতে পারে না সেটি। বাধ্য হয়ে ইয়ট থেকে একটি ছোট ডিঙ্গি নামিয়ে সব মাদক সামনের দ্বীপটিতে নিয়ে যান তারা। লুকিয়ে ফেলে সেখানে।

এই পর্যন্ত মোটামুটি সব ঠিক ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার এক উদ্ধারকারী সংস্থার নজরে আসে, সমুদ্রের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি ইয়ট। খবর যায় পুলিশের কাছেও। পুলিশ ও উদ্ধারকারী দল দেখেও পালাতে পারেনি পাচারকারীরা। কারণ, তাদের পালানোর রাস্তা আটকে রেখেছিল রেগে থাকা বিশাল একটি সিল।

পুলিশ সেখান থেকে প্রচুর মাদক বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে ছিল কয়েক টন কোকেন, এক্সট্যাসি, মেথামফেটামাইন। ধৃত দুই পাচারকারী ব্রিটিশ নাগরিক গ্রাহাম পলমার (৩৪) ও ফরাসি নাগরিক অ্যান্টেনিও ডিসেন্টা (৫১) জানান, তারা এমন একটি জায়গায় লুকিয়ে ছিল, যেখানে পালানোর দু’টি মাত্র পথ। একদিকে ছিল একটি বিশাল সিল ও অন্যদিকে তখন পুলিশ। তারা চেষ্টা করেছিল, পুলিশের হাতে না পড়ে সিলটিকে ডিঙ্গিয়ে পালাতে। কিন্তু ওই বিশালবপুর সিলটি গ্রাহাম ও অ্যান্টেনিওর উপর ভীষণ বিরক্ত হয়ে ছিল। ফলে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা বুঝতে পারে সিলটি তাদের আক্রমণ করতে পারে। শেষ পর্যন্ত প্রাণ বাঁচিয়ে তারা পুলিশের হাতে ধরা দেওয়াই বেশি নিরাপদ মনে করেন।
মাদক পাচারকারীদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সৈকতের কাছে অপেক্ষারত একটি দলের হাতে এই মাদকগুলি তুলে দেওয়ার কথা ছিল। পুলিশ সেখানে পৌঁছে ধরে ফেলে আরও তিন মাদক পাচারকারীকে।



 

Show all comments
  • Mustafizur Rahman Ansari ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    Good News
    Total Reply(0) Reply
  • Mustafizur Rahman Ansari ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    Good News
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ