Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

‘নদী-খাল-বিল দেখতে জাদুঘরে যেতে হবে’ -সুইমিংপুল উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

চট্টগ্রাম ব্যুরো : দেশে পুকুরে, খাল ও বিলে ডুবে অনেক শিশু ও মানুষ মারা যাচ্ছে, শুধু সাঁতার না জানার কারণে। সুইংমিংপুলে সাঁতার শেখার মাধ্যমে একজন শিশু তার নিরাপত্তা নিশ্চিত করবে। গত মঙ্গলবার আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় সুইমিংপুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল একথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস’র সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুব ও ক্রীড়া সচিব ড. মো. জাফর উদ্দীন। মো. জাহিদ আহসান রাসেল বলেন, বিভিন্ন জেলায় পরিদর্শনে গিয়ে সুইংমিংপুলের করুণ অবস্থা দেখেছি। সুতরাং সুইমিংপুল তৈরি করা বড় বিষয় নয়। এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আশা করছি চট্টগ্রামের এই সুইমিংপুল সারা বছর রক্ষণাবেক্ষণে থাকবে। তিনি আরও বলেন, যেভাবে নদী, খাল হারিয়ে যাচ্ছে এভাবে হারিয়ে গেলে একসময় নদী, খাল, বিল দেখতে আমাদের জাদুঘরে যেতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ