Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরান আইএইএ-কে পুরোপুরি সহযোগিতা করছে না এবং দেশটির পক্ষ থেকে গোপনে পারমাণবিক তৎপরতা চালানোর আশঙ্কা রয়েছে। তবে ওয়াশিংটন ইরানকে এ সক্ষমতা অর্জন করতে দেবে না। মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে নিজ দেশে এমন অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এমন সময়ে পম্পেও এ টুইট করলেন যার মাত্র একদিন আগে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে ইসরাইল। সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান একটি গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র বানাচ্ছিল। কিন্তু ইসরাইলি গুপ্তচররা বিষয়টি টের পাওয়ার পর তেহরান ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছে। নিজের বক্তব্যের সমর্থনে দুইটি স্যাটেলাইট ছবি তুলে ধরেন নেতানিয়াহু। এরমধ্যে প্রথম ছবি গত মার্চে নেওয়া, যেখানে অক্ষত কিছু স্থাপনা দেখা গেছে। দ্বিতীয়টি গত আগস্টে নেওয়া, যেখানে ওই স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ দেখা যায়। ফ্রান্স ২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ