প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার একক ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছে ‘ছিছোড়ে’। কলেজ হস্টেল জীবনের স্মৃতি আর আবেগবহুল বিষয় নিয়ে চলচ্চিত্রটিতে যথেষ্ট উপাদান ছিল দর্শক আকর্ষণ করার কিন্তু সেভাবে দর্শক আকর্ষণ করতে পারেনি ফিল্মটি। ‘সাহো’র উন্মাদনার কাছেই সম্ভবত ফিল্মটি হার মেনেছে। তবে সমালোচক-বোদ্ধা দর্শক এটিকে অনুকূল মত দিয়েছে। দর্শকদের মুখের প্রচারে যদি ফিল্মটির শেষ রক্ষা হয়। নিতেশ তিওয়ারির পরিচালনায়‘ছিছোড়ে’তে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বাব্বর, তুষার পান্ডে, নলনিশ নীল, সহর্ষ কুমার শুক্লা এবং নবিন পলিশেট্টি। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৭.৩২ কোটি রুপি। শনিবার ও রবিবারের ১২.২৫ কোটি রুপি আর ১৬.৬১ কোটি রুপিতে সপ্তাহান্তের আয় ৩৫.৯৮ কোটি রুপি। সোমবারের আয় ৮.১০ কোটি রুপি। দুই হাজারের কাছাকাছি পর্দায় ফিল্মটি মুক্তি পেয়েছে। সমালোচকরা ফিল্মটিকে পাঁচে সাড়ে তিন তারকা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। ‘সাহো’র হিন্দি সংস্করণ এই সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ১৩১ কোটি রুপি। তিন ভাষা থেকে মোট বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে। এই সপ্তাহান্ত পর্যন্ত ‘মিশন মঙ্গল’ আয় করেছে ১৯৮ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।