Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্যাগের মাধ্যমে মহররমের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে-পীর সাহেব ফান্দাউক দরবার শরীফ

ফান্দাউক দরবারে পবিত্র মহররম পালিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ পিএম

নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে পবিত্র মহররম ও ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাৎ দিবস পালিত হয়েছে । প্রতি বছরের ন্যায় এবারও দশ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১লা মহররম থেকে শুরু করে গতকাল ১০ মহররম মঙ্গলবার সারারাত ব্যাপী ওয়াজ মাহফিলের মাধ্যমে পবিত্র মহররম ও ইমাম হোসাইন রাঃ শাহাদাৎ দিবস পালন করা হয়। সমাপনী মাহফিলে দরবারের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন ভক্ত মুরিদদের তা'লিম তারবিয়াত প্রদান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহররমের শিক্ষাকে ত্যাগের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। নতুবা গোটা পৃথিবীর মুসলমান, বিশেষ করে বর্তমানে নির্যাতিত কাশ্মীরের মুসলমানের এই নাজুক অবস্থার উন্নতি সম্ভব নয়। কেননা মহররমের মূল শিক্ষাই ছিল, এই৷ জমিন যার ইবাদত ও খেলাফত চলবে তার। ইমাম হোসাইন রাঃ শেষ রক্ত বিন্দুটা দিয়েও প্রমাণ করেছেন মিথ্যা যত শক্তিশালী হোক না কেন তার কাছে কোন ভাবেই মুমিন মুসলমান মাথা নত করবেনা। রাতব্যাপী মাহফিলে পীরজাদা মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও মাওলানা সৈয়দ বাকের মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ, মুফতি শাহআলম মাছুমী, শায়ের আক্তারুজ্জামান শাহ মাছুমী, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মুফতি মোযযাম্মিল হক মাছুমী প্রমূখ। বাদ ফজর মিলাদ ও বিদায়ী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন