বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের মহেশপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছিদ্দিকুর রহমান ছিদ্দিক (৩৫) নামক এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে,গত৭সেপ্টেম্বর শনিবার ফতেপর ইউনিয়নের যুগিহুদা গ্রামের হেকিম মুন্সির ছেলে রাজমিস্ত্রি ছিদ্দিক জ্বরে আক্রান্ত হয়। রোববার সকালে তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে মহেশপুর হাসপাতাল কর্তৃপক্ষ ছিদ্দিকুর রহমানকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে । যশোর সদর হাসপাতালে ভর্তি করার পর তাকে পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু জ্বর সনাক্ত হওয়ায় ওই দিন রাতেই ঢাকায় রেফার্ড করা হয়।১০সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছানোর পর ছিদ্দিক মারা যায়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাসির উদ্দিন জানান, ৭ সেপ্টেম্বর সকালে ছিদ্দিকুর রহমান কে অজ্ঞান অবস্থায় মহেশপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে যশোর নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করে । কিন্তু তারা রুগীকে ৮ সেপ্টম্বর যশোর নিয়ে যায়। ১০সেপ্টেম্বর সে ঢাকায় মারা গেছে বলে আমি জানতে পেরেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।