Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিলো বাজুস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ এএম

আগস্ট মাসে টানা চারবার স্বর্ণের দাম বৃদ্ধির পর এবার কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার বাজুস ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা কমানো এ ঘোষণা দেয়। ১০ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৯১২ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে।

গত জুলাইয়ের ২৪ তারিখ আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে স্বর্ণের দাম বাড়ানোর পর আগস্ট মাসে আরও চারবার স্বর্ণের দাম বাড়ানো হয়। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজুস

১৩ নভেম্বর, ২০২১
১০ মার্চ, ২০২১
৭ ফেব্রুয়ারি, ২০২১
১৩ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ