Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধসে সড়ক বন্ধ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:২৪ পিএম

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। মাটি চাপায় আহত হয়েছে ১০ জন। আজ ১০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে সাংবাদিক আহমদ গিয়াস জানাচ্ছেন, আজ বিকেল ৪.১৫ টার দিকে অতি বৃষ্টির কারণে এই ধ্বসের ঘটনা ঘটে। মাটি চাপায় ১০ জন আহত হয়েছে । তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধার উদ্ধার কার্য চালাচ্ছেন ১৬ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা। বর্তমানে মেরিন ড্রাইভ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। উভয় পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহ।

এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনসমূহকে আরাকান সড়ক তথা শহীদ জাফর আলম সড়ক দিয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ