Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট বছর পর ছোট পর্দায় ফিরছেন রিতু শেঠ

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

‘কিউঁকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের জন্য খ্যাত অভিনেত্রী রিতু শেঠ দীর্ঘ আট বছর পর ছুট পর্দায় ফিরছেন। তিনি স্টার প্লাসের সিরিয়ালটিতে তুলসী বিরানির মেয়ে শোভার ভূমিকায় অভিনয় করতেন। তাকে আগামীতে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের নতুন সিরিয়াল ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’তে দেখা যাবে। তাকে দেখা যাবে অভিনেতা প্রিয়াংশু জেরা রূপায়িত চরিত্রের চাচীর ভূমিকায়।
রিতু বিয়ের পর টিভি থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন। এর মধ্যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।
“স্টার প্লাসের ‘কিউঁকি সাস ভি কাভি বহু থি’ শেষ হবার পর আমি পরিবারে মন দেবার জন্য ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলাম। আমার মেয়ের বয়স এখন সাড়ে পাঁচ, তাই মনে হল এবার কাজে ফেরা যায়। আমার বিশ্বাস এখন না হলে আর কখনও হবে না, আর ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’র মত ভাল সুযোগ আর কী হতে পারে। আমার ক্যারিয়ারের এই পর্যায়টি আমার খুব ভাল লাগছে,” রিতু বলেন।
“আমি মায়ের ভূমিকায় অভিনয় করতে চাইনি কারণ সব মাকেই একই রকম করে তুলে ধরা হয়। আমার ভূমিকা মাধু খুব স্বকীয়। আমি সিরিয়ালটির ধারণা শোনার পর আর না করতে পারিনি। আমার ভূমিকাটি বিশেষ করে খুব আকর্ষণীয়। আশা করি আমার সাজ দর্শকদের পছন্দ হবে,” তিনি আরও বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আট বছর পর ছোট পর্দায় ফিরছেন রিতু শেঠ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ