প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
থেয়া শ্যারক পরিচালিত রোমান্স ড্রামা ‘মি বিফোর ইউ’। এটি শ্যারক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; তিনি একাধিক টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। ‘মি বিফোর ইউ’ জোজো মোয়েসের লেখা একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
লুইসা ‘লু’ ক্লার্ক (এমিলিয়া ক্লার্ক) শহরতলীর এক সাধারণ মেয়ে। তার পরিবারের খরচ চালাবার জন্য তাকে একের পর এক কাজ বদল করতে হয়। অনেক কিছু জানা তার। বাস স্টপ থেকে বাড়ি যেতে কতবার পা ফেলতে হয় জানা আছে তার। এখন সে বাটার্ড বান টি শপে কাজ করছে আর এই কাজটি তার পছন্দের। সে জানে তার প্রেমিক প্যাট্রিককে (ম্যাথিউ লুইস) সে ভালবাসে না। কিন্তু সে জানত না সামনে কী সময় আছে তার জন্য। হঠাৎ সে চাকরি হারায়। বাধ্য হয় এক ধনবান পক্ষাঘাতগ্রস্ত তরুণের দেখাশোনার কাজ নিতে। উইল ট্রেইনর (স্যাম ক্ল্যাফলিন) একসময় একজন সফল ব্যাঙ্কার ছিল। দুই বছর আগে এক মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনায় চলার শক্তি হারিয়ে সে এখন হুইলচেয়ারে বন্দি। তাকেই দেখাশোনা করতে হবে লুকে। দুর্ঘটনার পর উইল একজন কঠিন মানুষে পরিণত হয়েছে, তার কাছে বেঁচে থাকার কোনও মূল্যই নেই। কোন মানুষকেই সে সহ্য করতে পারে না। তাই প্রথমেই লুকে প্রতিক‚ল অবস্থার মধ্যে পড়তে হয়। কিন্তু তাদের সম্পর্ক ঘৃণা থেকে অপছন্দ আর অপছন্দ থেকে পছন্দতে গড়ায়। আর শেষে উইল আর লুর মাঝে এক বন্ধন গড়ে ওঠে। পরস্পরের প্রেমে পড়ে তারা। কিন্তু এই প্রেম কি শেষ পর্যন্ত টিকে থাকবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।