মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হারিকেন ডোরিয়ানের তান্ডবে নিখোঁজ হলেন হলিউডের কিংবদন্তী অভিনেতা সিডনি পয়েটিয়ার। রোববার এই তথ্য দিয়েছেন বর্ষীয়ান অভিনেতার ভাতিজা জেফ্রি পয়েটিয়ার (৬৬)। সিজনির সঙ্গে তার পরিবারের ২৩ জন সদস্যও নিখোঁজ রয়েছেন।
গত সপ্তাহে হারিকেন ডোরিয়ান আছড়ে পড়লে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় বাহামা দ্বীপপুঞ্জের। দুর্যোগে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ জন। জেফ্রি পয়েটিয়ার জানিয়েছেন, ঝড়ের পরে গ্র্যান্ড বাহামার ফ্রিপোর্টের বাসিন্দা তার বোন বারবারা ও নিজের সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে তিনি ব্যর্থ হয়েছেন। উদ্বিগ্ন জেফ্রি জানান, ‘ওখানে বসবাসকারী কারও সঙ্গে এখনও পর্যন্ত কথা হয়নি। ওদের জন্য এখনও অপেক্ষায় আছি। সব কিছু কাজে লাগিয়ে যোগাযোগের চেষ্টা করছি। প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে।’
উল্লেখ্য, ৯২ বছর বয়েসি স্যর সিডনি পয়েটিয়ারের জন্ম ফ্লোরিডার মায়ামিতে হলেও তার বাবা-মা ছিলেন জন্মস‚ত্রে বাহামার অধিবাসী। শৈশবেই তিনি ফ্লোরিডা ছেড়ে বাহামায় এসে বসবাস শুরু করেন। দ্বীপপুঞ্জের প্রায় ৫০০ বাসিন্দা পারিবারিক সূত্রে তার সঙ্গে যুক্ত। সূত্র : দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।