Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরকিনা ফাসোতে দুটি হামলায় নিহত ২৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অস্থিরতা কবলিত উত্তরাঞ্চলে দুটি হামলার ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রোববার সেখানে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রান্সপোর্ট ট্রাকে এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পৃথক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, সানমাতেঙ্গা প্রদেশে খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন বেসামরিক নিহত হন এবং পেতে রাখা একটি বোমা ট্রাকটির আঘাতে বিস্ফোরিত হলে আরও ১৫ জন নিহত ও ছয় জন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযানের’ প্রস্তুতি চলার সময় এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। এক সময় অপেক্ষাকৃত শান্ত থাকলেও গত তিন বছর ধরে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ মালির জঙ্গিদের সহিংসতা ও অপরাধপ্রবণতা বুরকিনা ফাসোর পরিস্থিতিকেও অস্থির করে তুলছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ