মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন দুই বোন মারিয়া বারেট ও পাওলা লডি। দেশটির সেনাবাহিনীতে দুই ভাইয়ের জেনারেল হওয়ার ঘটনা অনেকবার ঘটলেও দুই বোন এই প্রথম। এই দুই বোনের একজন মেজর জেনারেল এবং আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল বলে জানিয়েছে সিএনএন। এ ব্যাপারে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, যেহেতু নারীরা বিয়ের পরে মাঝে মাঝে তাদের শেষ নাম পরিবর্তন করে ফেলেন, তাই সেনাবাহিনীকে প্রত্যেক নারী জেনারেলের পাশাপাশি তাদের ভাইবোনদের নামের সাথে তুলনা করতে হতো এবং তারা ভাই-বোন কিনা তা নির্ধারণ করতে হতো। তবে এই ক্ষেত্রে সুবিধাটা হলো তারাই প্রথম দুই বোন যারা এই পদে অধিষ্ঠিত হয়েছেন-যোগ করেন তিনি। মেজর জেনারেল মারিয়া বারেট নেটকমের কমান্ডিং জেনারেল। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ডিগ্রিধারী মারিয়া ১৯৮৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। ছোট বোন লডি গত জুলাইয়ে পদোন্নতি পান এবং সার্জন জেনারেল অফিসের ডেপুটি চিফ অফ স্টাফ পদে দায়িত্ব নেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।