Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিন-ম্যাখোঁ ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য এতে স্বাক্ষরকারী সবগুলো দেশ ও পক্ষকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান। তারা বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আকারে পাস হওয়ার মাধ্যমে এই সমঝোতা একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে যা সবাইকে মেনে চলতে হবে। ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতির কিছু ধারা স্থগিত রাখার ব্যাপারে তৃতীয় দফা পদক্ষেপ নেয়ার দু’দিন পর পুতিন ও ম্যাখোঁর মধ্যে এই টেলিফোনালাপ হলো। গত ৬ জুলাই ইরান সে হুমকি বাস্তবায়ন করে এবং তার ধারাবাহিকতায় গত শুক্রবার ৬ সেপ্টেম্বর তৃতীয় দফায় আরো কিছু প্রতিশ্রুতি থেকে সরে যায় ইরান। ফলে পরমাণু সমঝোতা বাস্তবায়নের সময় স্থগিত রাখা বেশ কিছু পরমাণু তৎপরতা আবার শুরু করেছে তেহরান। অবশ্য ইরান বলেছে, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করলে ইরানও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলা শুরু করবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ