Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরসির পুরো প্রক্রিয়াটিই দুর্নীতিতে ভরা : শিলাদিত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ বাসিন্দাকে বিদেশি বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার আসাম সফরে গিয়ে দেয়া ভাষণে, প্রত্যেক অবৈধ অভিবাসীকে ভারত ছাড়া করারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদে উত্তর-প‚র্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেয়া বিশেষ সুবিধা সরকার কখনোই বাতিল করবে না বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এরমধ্যেই, আবারো আসামের নাগরিক তালিকা প্রত্যাখ্যান করেছেন বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব। গত ৩১ শে আগস্ট চ‚ড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখের বেশি নাগরিক। যাদের বেশিরভাগই বাংলাভাষী হিন্দু ধর্মাবলম্বী। একে ষড়যন্ত্র বলছে স্থানীয় বিজেপি। আসাম বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বলেন, এনআরসি একটি ষড়যন্ত্রের অংশ। যার মাধ্যমে মুসলিমদের সহায়তা করা হয়েছে। হিন্দুদের নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এনআরসির পুরো প্রক্রিয়াটিই দুর্নীতিতে ভরা। আসামের মতো অন্যান্য রাজ্যেও নাগরিক তালিকা তৈরির দাবি উঠছে বিজেপি সমর্থিত বিভিন্ন মহল থেকে। ইতোমধ্যে মহারাষ্ট্র সরকার, রাজ্যের সম্ভাব্য নাগরিক তালিকা থেকে যারা বাদ পড়বে, তাদের আটকে রাখার জন্য বন্দিশালা নির্মাণে জমি ক্রয়ে তোড়জোড় শুরু করেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ