Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ঘরভর্তি ইউরো
ইনকিলাব ডেস্ক : সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশির প্রেসিডেন্ট প্রাসাদের একটি কক্ষের চাবি তার নিজের কাছে রাখতেন। আর ওই কক্ষটি পূর্ণ ছিল লাখ লাখ ইউরো দিয়ে। গ্রেপ্তারকৃত বশিরের দুর্নীতি মামলার শুনানি চলাকালে তার প্রাক্তন দাপ্তরিক ম্যানেজার ইয়াসির বশির আদালতকে এ তথ্য জানিয়েছেন। ইয়াসির জানান, বশিরের শাসনের শেষ মাসে তাকে এক কোটি ইউরো দিয়েছিলেন প্রেসিডেন্ট। এই অর্থ বিভিন্ন ব্যক্তিদের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। রয়টার্স।


ছয় সাংবাদিক মুক্ত
ইনকিলাব ডেস্ক : অপহৃত ছয়জন আফগান সাংবাদিককে ছেড়ে দিয়েছে তালেবানরা। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুইদিন আগে পাকতিকা প্রদেশের একটি মহাসড়ক থেকে তাদের অপহরণ করা হয়েছিল। রোববার সকাল ৯টার দিকে ওই সাংবাদিকদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তিনি জানান, শুক্রবার ওই সাংবাদিকদের অপহরণ করেছিল তালেবানরা। তাদের অভিযোগ ওই সাংবাদিকরা আফগান সরকারকে সহযোগিতা করছে। এএফপি।


১৫শ প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে এবারের গ্রীষ্মে তাপদাহে ১৫০০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ফরাসি বেতার ইন্টার রেডিওতে এক বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজঁ বলেন, এ বছরের গ্রীষ্মে তাপদাহজনিত বিভিন্ন রোগে ১ হাজার ৫০০ জনের প্রাণহানি হয়েছে। তিনি আরও বলেন, তাপদাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো। কিন্তু জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন ক্যাম্পেইনের ফলে তা রোধ করা সম্ভব হয়েছে। ওয়েবসাইট।


জোহান্সবার্গে নিহত ১
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অভিবাসনবিরোধী লুটপাটকারী এবং হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। রোববার নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে হতাহতের এ ঘটনা ঘটে। এদিনও, অভিবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় অভিবাসন বিরোধীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে দাঙ্গা পুলিশ। এ নিয়ে অভিবাসনবিরোধী ইস্যুতে দেশটিতে সা¤প্রতিক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। রয়টার্স।


ইরানের তেল কিনলেই
ইনকিলাব ডেস্ক : ইরানের কাছ থেকে যে দেশ বা প্রতিষ্ঠান তেল কিনবে, সে দেশই নিষেধাজ্ঞায় পড়বে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতির সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে নিজেকে একতরফাভাবে সরিয়ে নেয়। এরপর থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে গত এক বছরে ইরানের অপরিশোধিত তেল রফতানি ৮০ শতাংশ কমে যায়। রয়টার্স।


ফিলিস্তিনি বন্দির মৃত্যু
ইনকিলাব ডেস্ক : চিকিৎসার অভাবে ও কারা কর্তৃপক্ষের অবহেলায় রোববার ইসরাইলের জেলখানায় ফিলিস্তিনি এক বন্দির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, বাসসাম আল-সায়েশ (৪৭) নামে ওই ফিলিস্তিনিকে গুরুতর অসুস্থ অবস্থায় ইসরাইলের আসসাফ হারোফেহ হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান। ২০১৫ সালে ওই বন্দির স্ত্রীকে ইসরাইলের এক সেনা কর্মকর্তা হত্যার দায়ে গ্রেফতার করা হয় ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে। স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে বাসসাম আল-সায়েশও গ্রেফতার হন ওই একই অভিযোগে। আনাদোলু।


উ.কোরিয়ায় নিহত ৫
ইনকিলাব ডেস্ক : টাইফুন লিংলিংয়ের আঘাতে উত্তর কোরিয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, লিংলিংয়ের আঘাতে উত্তর কোরিয়ায় কৃষিজমি এবং কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লিংলিং টাইফুন-১৩ নামের ঝড়টি স্থানীয় সময় শনিবার বিকেলে প্রলয়ঙ্করীভাবে উত্তর কোরিয়ায় ব্যাপক তান্ডব চালায়। নিউজ এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ