নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার বার বৃষ্টির বাধায় ভেসে গেছে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনও। তবে বৃষ্টি থেমেছে, তৈরী হয়েছে খেলা শুরু হবার সম্ভাবনা।
বৃষ্টির পর চ্যালেঞ্জ যখন কেবল ১ ঘণ্টা ১০ মিনিট টিকে থাকার, সেই লড়াই শুরু হতেই শেষ হয়ে গেল সাকিব আল হাসানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ব্যাখ্যাতীত এক শট খেলে, হার মেনে এলেন অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে। ৫৪ বলে ৪৪ করে দলকে মহাবিপদে ঠেলে ফিরলেন সাকিব।
চায়নাম্যান বোলার জহির খানের বলটি ছিল শর্ট, অফ স্টাম্পের বেশ বাইরে। ছেড়ে দেওয়া যায় অনায়াসেই। সাকিব চাইলেন কাট করতে। ব্যাটের কানায় লেগে বল জলে যায় কিপারের গ্লাভসে। উল্লাসে মাতল আফগানরা।
৫২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩। সৌম্য সরকার খেলছেন ১১ রানে, ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজের ছুলিতে আছে ৬ রান। অসম্ভব অনিশ্চয়তার এই ম্যাচ জিততে বাংলাদেশের এখনও প্রয়োজন ২৪০ রান, আফহানিস্তানের চাই ৪ উইকেট।
স্বস্তির ড্র নাকি লজ্জার হার?
ঘড়ির কাঁটা তখন ৪টা ছুঁয়েছে। মাঠের কাভার সরানো হয়নি পুরোপুরি। কিন্তু আফগান ক্রিকেটাররা একদম প্রস্তুত হয়ে মাঠে নেমে গেছে তখনই! খেলতে তারা এতটাই মরিয়া।
জয়ের চেষ্টা করার কিছুটা সুযোগ তারা পাচ্ছে। বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচ। আলো বিঘ্ন না ঘটালে চলবে ৫টা ৩০ পর্যন্ত। অন্তত ১৯ ওভার খেলা চালানোর চেষ্টা করা হবে।
দুই সেশন ভাসিয়ে থেমেছে বৃষ্টি
বৃষ্টি বিরতি হয়েই আছে ম্যাচে। আনুষ্ঠানিকতার জন্য তবু চা বিরতির ঘোষণা এলো দুপুরে পৌনে ৩টায় । বৃষ্টির বেগ আপাতত নেই। তবে সাগরিকার আকাশজুড়ে ঘন কালো মেঘের ওড়াউড়ি। মাঠের নানা জায়গায় জমে গেছে পানি। আর এর ফাঁকেই ভেসে গেছে দ্বিতীয় সেশনও।
তবে আশার খবর হচ্ছে, আপাতত থেমেছে বৃষ্টি। মাঠকর্মীরা ব্যস্ত পানি সরানোর কাজে, দেখা দিয়েছে খেলা হবার সম্ভাবনা। খবরটা আফগানিস্তানের জন্য খুশির হলেও অস্বস্তি বাংলাদেশ শিবিরে।
৪৬.৩ ওভার শেষে ৬ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ১৪৩। ফিফটি থেকে ৬ রান দূরে দাঁড়িয়ে সাকিব, তাকে সঙ্গ দিতে নামা খেলছেন ২ রান নিয়ে। অসম্ভব অনিশ্চয়তার এই ম্যাচ জিততে বাংলাদেশের এখনও প্রয়োজন ২৫৫ রান, আফহানিস্তানের চাই ৪ উইকেট।
বেড়েছে বৃষ্টির বেগ
সময়ের সঙ্গে বাড়ছে বৃষ্টির তীব্রতা। দুপুর ১টা ২০ মিনিটের যে চিত্র, সকাল থেকে সবচেয়ে বেশি বৃষ্টির বেগ এখনই। একটু দূরের কিছুও চোখে পড়ছে না বৃষ্টির কারণে। একটু একটু করে ভেসে যাচ্ছে আফগানদের জয়ের স্বপ্ন।
১৩ বল পর ফের বৃষ্টি, শঙ্কায় টেস্টের ফল
সকাল থেকেই টানা বর্ষণের পর মাঝে দু’একবার কাভার সরানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। তবে সফল হয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন মাঠে গড়াতে সময় নিয়েছিল দুপুর একটা পর্যন্ত।
মাঠে নেমেছিল আফগানিস্তান, ব্যাট হাতে আত্মবিশ্বাসী খেলাও শুরু করেছিলেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। তবে সাত মিনিট স্থায়ী হওয়া এই সময়ে খেলতে পেরেছেন মাত্র ১৩ বল। টাইগারদের স্কোরবোর্ডেও যোগ হয়েছে ৭ রান। কিন্তু এরপর আবার নামে বৃষ্টি। তাও নেমেছে মুষলধারেই। যাতে ম্যাচের ফল নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৪৬.৩ ওভার শেষে ৬ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ১৪৩। ফিফটি থেকে ৬ রান দূরে দাঁড়িয়ে সাকিব, তাকে সঙ্গ দিতে নামা খেলছেন ২ রান নিয়ে। অসম্ভব অনিশ্চয়তার এই ম্যাচ জিততে বাংলাদেশের এখনও প্রয়োজন ২৫৫ রান, আফহানিস্তানের চাই ৪ উইকেট।
থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা
মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দারুণ। বৃষ্টি থামার পর তাই খুব বেশি দেরি হচ্ছে না খেলা শুরু হতে। মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানালেন, খেলা শুরু হবে দুপুর একটায়।
সকাল থেকেই মাঠে উপস্থিত ছিল আফগানরা। বাংলাদেশ দলও মাঠে এসে পৌঁছেছে ঘণ্টা খানেক আগেই। এরমধ্যেই মাঠের দুই প্রান্তে অনুশীলন করে গা গরম করে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়রা।
ভেসে গেছে প্রথম সেশন
প্রথম সেশনের খেলা হচ্ছে এটা এক প্রকার অনুমিতই ছিল। সকাল থেকে বৃষ্টির যে বেগ ছিল তাতে আরও আগে বৃষ্টি থামলেও মাঠ শুকাতে বেশ সময় লেগে যেত। শেষ পর্যন্ত লাঞ্চের সময় ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। বেলা ১২টা থেকে ১২টা ৪০ পর্যন্ত লাঞ্চের সময়। এর পর ফের মাঠ পরিদর্শন করে খেলা শুরু সময় নির্ধারণ করবেন বলে জানিয়েছেন। এদিকে মাঠ শুকানোর জন্য মাঠকর্মীরা মাঠে নেমেছেন। সুপার সপার দিয়ে সরানো হচ্ছে উইকেটের উপরের পানি।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব
চট্টগ্রাম টেস্টে ফের হানা দিয়েছে বৃষ্টি। সোমবারও বন্দরনগরীর আকাশ ভেঙে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সাগরিকার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। ড্রেসিংরুমে বন্দি আছেন ক্রিকেটাররা।
ফলে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সারাদিন মেঘ-বৃষ্টির খেলা চলবে।
একই কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় চতুর্থ দিনের খেলা। ফলে শেষ দিন প্রায় আধা ঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। সঙ্গে থাকা সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারেননি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে ৮৭ রানের নান্দনিক ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। ফলে ৩৯৭ রানের লিড পান সফরকারীরা। এতে একমাত্র টেস্টের নাটাই হাতে নেন তারা।
নিজেদের প্রথম ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং করে আফগানিস্তান। রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে তোলে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান। জবাবে প্রথম ইনিংসে হতশ্রী পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ। ২০৫ রানে গুটিয়ে যায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।