Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক গ্রামের শত শত মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

শংকর চন্দ্র বনিক, নান্দাইল (ময়মনসিংহ) থেকে : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের উধলার বাজার থেকে আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও-সুতরাটিয়া, নাকিরাজ, গইছখালী গ্রাম সমূহের শত শত মানুষ পারাপারের জন্য নরসুন্দার নদীর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। এসব গ্রামের মানুষ ও স্কুলকলেজের ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন উপজেলা সদরে আসা যাওয়া করতে হয়। সাঁকো পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় পড়তে হয়। বর্ষাকালে গরু-ছাগল এবং ধানচালসহ ভারী মালামাল পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ওই সব গ্রামের রোগীদের চিকিৎসাজনিত কারণে নান্দাইল অথবা ময়মনসিংহ হাসপাতালে আসা-যাওয়া করতে গিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। প্রসূতি মায়েদের ক্ষেত্রে এক সপ্তাহ আগেই হাসপাতাল বা কোন আত্মীয় বাড়িতে আশ্রয় নিতে হয়। জীবনের ঝুঁকি এসব গ্রামের মানুষকে প্রতিনিয়তই উধলা, সিংরইল, জামতলা বাজার এমনকি উপজেলা সদরে জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয়। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি অবিলম্বে উধলা বাজারের নরসুন্দা নদীর উপর ব্রিজ স্থাপনের মাধ্যমে এলাকার জনগণের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়েক গ্রামের শত শত মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ