Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বিতর্কে জড়ালেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আরো একবার বিতর্কে উঠে এল অভিনেত্রী জাইরা ওয়াসিমের নাম। সৌজন্যে প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম পোস্ট। শনিবার নিজের পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটিতে প্রিয়ঙ্কার সঙ্গে রয়েছেন, অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিম। ছবিটিতে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।’

বিতর্কের সূত্রপাত এর পরই। নেটিজেনদের একাংশের বক্তব্য, বলিউডি কেরিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন? এখানে জানিয়ে রাখা ভাল, মাস কয়েক আগে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানান ‘দঙ্গল’ অভিনেত্রী। কারণ হিসেবে লিখেছিলেন, কোনওদিন জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাননি। ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্তে¡ও গ্ল্যামারের পথে তার ‘ঈমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।

সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনেই প্রিয়ঙ্কার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছেন, ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা?’ তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটা নয়। কেউ লিখেছেন, ‘ছবিটা হয়তো জাইরার ওই সিদ্ধান্তের আগে তোলা হয়েছে।’ সূত্র : এনডিটিভি।



 

Show all comments
  • Mohammad Shamsuddoha Tapos ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    কত গুরুত্বপূর্ণ নিউজ আমাদের দেশ ও জাতির জন্য। ধন্যবাদ... এই নিউজ টা আপ না করলে পদ্মা সেতুর কাজটা শেষ করাই যেত না...
    Total Reply(0) Reply
  • MD Shahrier Sajib ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    জাইরা খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে এবং তওবা করে সিনেমা জগতে ফিরে আসবে। পারিবারিক কারণে চাপে সে রঙ্গিন দুনিয়া ছেড়েছিলো বলে সে স্বীকার করে নিবে এবং পুনরায় ফিরে আসবে।
    Total Reply(0) Reply
  • Ashikor Rahman Ashikor ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৭ এএম says : 0
    ভাল হইতে চাইলে কত বাধায় আসে।
    Total Reply(0) Reply
  • Sabrina Mithu ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৮ এএম says : 0
    এই নিউজটা আমাদের কি কাজে আসবে সেটা যদি বুঝিয়ে দিতেন ভালো হতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ