Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস‌দে বিরোধীদলীয় নেতা রওশন, জাপার চেয়ারম্যান জিএম কা‌দের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১১ পিএম | আপডেট : ১২:২৫ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের সমাধান হয়েছে। রওশন এরশাদ হচ্ছেন বিরোধীদলীয় নেতা আর জিএম কা‌দের জাতীয় পা‌র্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আজ রোববার সকালে দলের বনানী কার্যালয়ে এক ব্রিফিং এ জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ তথ্য জানান।

এর আগে গতকাল শ‌নিবার রা‌তে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের পক্ষের নেতারা দীর্ঘ বৈঠক করেন। সে বৈঠক সূত্রে রাতেই খবর পাওয়া যায়, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে বিরোধী নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ। আর আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পা‌র্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কা‌দের।

তবে, রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাঙ্গা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পার্টি

১৭ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ