Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমেছে ৬ বছরের মধ্যে সর্বনিম্নে

বিক্রি হ্রাসের ফলে ভারতের গাড়ি নির্মাণ শিল্পে মন্দা-২

রয়টার্স | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গুরমিত সিং মানেসারের অটো যন্ত্রাংশ নির্মাতা বেলসোনিকায় কাজ করতেন। চাকরি হারানোর আগে তিনি মাসে ১০ হাজার টাকা পেতেন। হরিয়ানায় নিজের শহর আম্বালায় ফেরার ৬ মাস পরও তিনি চাকরি খুঁজছেন। ভবিষ্যত সম্পর্কে তিনি হতাশ। ২৬ বছর বয়স্ক গুরমিত বলেন, কয়েক মাসেও চুল কাটা হয় না। আমার জুতা ছিঁড়ে গেছে। চাকরি যাওয়ার পর থেকে এক জোড়া পোশাকেই দিন কাটছে। শুধু আমিই জানি কিভাবে বেঁচে আছি। আমি যদি কোনো চাকরি না পাই, তাহলে কিভাবে বাড়ি বানাব, বিয়ে করব এবং আমাকে পড়ানোর জন্য বাবা যে টাকা ঋণ নিয়েছিলেন তা কি করে শোধ করব?

তার এই হতাশা থেকে পরিস্থিতির ভয়াবহতা অনুমান করা যায়। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ বছরের মধ্যে চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে সর্বনিম্ন ৫ শতাংশে নেমেছে। নির্বাচনে দ্বিতীয়বার জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চাপের মধ্যে রয়েছেন। প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য তার প্রতি মাসে যে লাখ লাখ তরুণ ভারতীয় কর্মক্ষেত্রে প্রবেশ করছে তাদের জন্য যথেষ্ট চাকরির ব্যবস্থা করা প্রয়োজন।

এর সব কিছুরই পিছনে রয়েছে দুর্বল বিশ্ব অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের ফলে সৃষ্ট অনিশ্চয়তা। পরিস্থিতি এতই খারাপ যে দেশের অত্যন্ত জনপ্রিয় বিস্কুট নির্মাতা পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিডেট অটো ইন্ডাস্ট্রির বিক্রি সমস্যার প্রভাব বিষয়ে উদ্বিগ্ন। পার্লের প্রোডাক্ট ক্যাটেগরির প্রধান মায়াঙ্ক শাহ বলেন, অর্থনীতি যদি প্রাণবন্ত থাকে তাহলে গ্রামীণ মানুষও কিছু অতিরিক্ত খরচ করতে দ্বিধা করে না। কিন্তু অর্থনীতির মন্থরগতি চাহিদা হ্রাসের ক্ষেত্রে অনুঘটকের ভ‚মিকা পালন করে। ভারতের বিস্কুট বাজারের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণকারী ব্রিটানিয়া ইন্ডাস্ট্র্রিজ লিমিটেড বলেছে যে তারা কখনো এ ধরনের ব্যাপার দেখেনি যে মানুষ ৫ টাকা দামের বিস্কুট কিনতেও চিন্তা করে। কোম্পানির এমডি বরুন বেরি গত মাসে বিশ্লেষকদের বলেন, ক্রেতা যদি কেনার আগে দু’বার চিন্তা করে তাহলে বুঝতে হবে যে অর্থনীতিতে গুরুতর সমস্যা আছে।

অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের চাপের মুখে অর্থমন্ত্রী নির্মলা সীতাহরণ অর্থনীতি ও অর্থ বাজারকে সহায়তা করতে গত মাসে একগুচ্ছ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেন। কিন্তু কিছু অর্থনীতিবিদ বলেন, এটা দীর্ঘমেয়াদী দাবি পূরণে যথেষ্ট নয়।

গত ২৩ আগস্ট কয়েকটি খাতে বিদেশী বিনিয়োগ আইন সহজ করা হয়েছে। কিন্তু সূত্রগুলো জানান, সরকার অটো ও রিয়েল এস্টেটের জন্য কর কর্তনসহ আরো কিছু ব্যবস্থা গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
ফিচ গ্রুপের একটি কোম্পানি ইন্ডিয়া রেটিংসের বিশ্লেষক অরিন্দম সোম বলেন, প্রায় দুই বছর আগে অটো ও ভোক্তা পণ্য খাতে আসল রাজস্ব প্রবৃদ্ধি হ্রাস পেতে শুরু করে। এই অধঃগতি এখন চোখে পড়তে শুরু করেছে। তার ধারণা যে অটো কোম্পানিগুলো উৎপাদন আরো হ্রাস করবে।

বিনোদ চৌহান মানেসারের কাসানগ্রামে প্রধানত অভিবাসী শ্রমিকদের জন্য মোট ৭০টি ঘর ভাড়া দিতেন। এক বছর আগেও সেগুলোর কোনোটিই ফাঁকা থাকত না। এখন এসব ঘরের এক তৃতীয়াংশই খালি রয়েছে। চৌহানের আশঙ্কা যে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

এ বছর তিনি তার ছেলেকে একটি নতুন গাড়ি কিনে দিতে চেয়েছিলেন। তা আর হচ্ছে না। তাছাড়া তিনি আরো ১০০ অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনাও বাদ দিয়েছেন। তিনি বলেন, আমার যেগুলো ঘর আছে সেগুলোই ভাড়া হচ্ছে না। আরো ঘর তৈরি করে কি হবে? (শেষ)



 

Show all comments
  • halim ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
    Virat kholir to aber tweet korta korta pant dila hoa jabe
    Total Reply(0) Reply
  • ash ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৭ এএম says : 0
    INDIA SHOULD BUY MORE ARMS !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ