মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত শুক্রবার রাতে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি হয়েছেন। গতকালের খবর অনুযায়ী তার অবস্থার নতুন করে অবনতি হয়নি। বুদ্ধবাবুকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে এবং অবস্থা স্থিতিশীল।
সিপিএম থেকে গত শুক্রবার রাতে সিদ্ধান্ত নেয়া হয়, নেতাদের কেউ হাসপাতালে থাকবেন না। রাতেই ফিরে যান রাজ্যে সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম এবং রবীন দেব। ফিরে যান বুদ্ধবাবুর স্ত্রী এবং কন্যাও। তরা গতকাল সকালে হাসপাতালে যান।
বুদ্ধদেব শুক্রবার বিকালেই শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরেই ক্রনিক সিওপিডি’তে ভুগছেন। ডা. ফুয়াদ হালিম গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক মুখ্যমন্ত্রী।
গতকাল রাজ্যপাল জগদীপ ধনখর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান। রাজ্যপাল বলেছেন, তার সঙ্গে কথা হয়েছে। বুদ্ধবাবু তাকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল সাবেক মুখ্যমন্ত্রীকে বলেছেন, এটা তার ডিউটি। এদিকে দলের নেতা সূর্যকান্তকে তিনি বলেছেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে চান। সূত্র : কলকাতা২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।