Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেট আবোকো দ্বীপ ছেড়ে পালাচ্ছে মানুষ

নর্থ ক্যারোলিনার দ্বীপে আটকা পড়েছে কয়েকশ বাসিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হারিকেন ডোরিয়ানের আঘাতের পর ভয়াবহ বিপর্যয় এড়াতে হাজার হাজার লোক বাহামা দ্বীপপুঞ্জের গ্রেট আবোকো দ্বীপ ছেড়ে পালাচ্ছে। শুক্রবার কেউ নৌকায় আবার কেউ বিমানে করে ওই এলাকা ছেড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সম্প্রতি আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ৫ মাত্রার হারিকেন ডোরিয়ান আঘাত হানে বাহামার উত্তর উপক‚লে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে সহস্রাধিক লোক। নিহতের সংখ্যা ৪৩ এ দাঁড়িয়েছে বলে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্রান্ড বাহামাতে আটজন এবং আবোকোস দ্বীপে ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঝড়ের পর বন্যার পানি নেমে যাওয়ায় ধ্বংসস্তুপ থেকে আরো লাশ উদ্ধার হতে পারে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র যাদের আছে তাদেরকে বিনাভাড়ায় ফ্লোরিডায় পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে প্যারাডাইজ ক্রুজ লাইন শিপ নামের একটি জাহাজ কোম্পানি। এরপরই হাজার হাজার লোককে বাহামা ছাড়ার জন্য ফ্রিপোর্ট বন্দরে অপেক্ষমান দেখা গেছে। এদিকে হারিকেনের পর নাসাউর কেন্ডাল জি এল আইজাক ন্যাশনাল জিমনেসিয়ামকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া লোকদের অধিকাংশেরই পরনের কাপড় ছাড়া অন্য কোনো সম্বল নেই। ফিরস্তিনা সোয়াইন নামে ৭৫ বছরের এক নারী বলেন, ‘আবাকোতে কেউ কাউকে সাহায্য করতে পারছে না, নিরাপদ কোনো জায়গা নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আবাকোর বাসিন্দাদের সেখান থেকে বের হয়ে যাওয়া প্রয়োজন। সেখানে অনেক লাশ আছে। আমার মনে হয় না তারা এগুলো খুঁজে শেষ করতে পারবে।’ ন্যাশনাল ভয়েস অব দ্য বাহামাস নামের একটি রেডিও জানিয়েছে, নৌকায় করে ২৫০ জন আবাকো ছেড়ে রাজধানী নাসাউতে এসে পৌঁছেছে। আরেকটি নৌকায় করে শতাধিক লোক রাজধানীতে আসার পথে রয়েছে। বাহামার বিমান সংস্থা নিমার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বিমানে করে প্রায় ২০০ লোক আবাকো ছেড়েছে। প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস এক টুইটে বলেছেন, ‘বৃহস্পতিবার থেকে বাহামাস এয়ারে বিনা ভাড়ায় আবাকো থেকে লোকজন সরিয়ে আনা শুরু হবে এবং যে পর্যন্ত গ্রান্ড বাহামা ও আবাকোর বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যাওয়া অব্যাহত রাখবেন।’ রয়টার্সের খবরে বলা হয়, ঘ‚র্ণিঝড় ডোরিয়ান আঘাত হানার পর বাড়তে থাকা বন্যার পানিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি দ্বীপের কয়েকশ বাসিন্দা আটকে পড়েছে বলে অঙ্গরাজ্যটির সরকার ধারণা করছে। নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার ঘ‚র্ণিঝড়ের কারণে ওক্রাকোক দ্বীপের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ডোরিয়ান আঘাত হানার পর ওই দ্বীপটিতে অন্তত ৮০০ লোক ‘আটকে আছে’ বলে খবর পাওয়া গেছে। গত সপ্তাহে ৫ মাত্রার শক্তি নিয়ে বাহামাসে আছড়ে পড়া এ ঝড়ে ক্যারিবীয় দেশটিতে এখনও কতজন নিখোঁজ, তা বের করা সম্ভব হয়নি। নিখোঁজের এ সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার হতে পারে বলে ধারণা দ্বীপপুঞ্জটির সরকারের; যে কারণে মৃতের চ‚ড়ান্ত সংখ্যা ‘অবিশ্বাস্য রকমের বেশি’ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বাহামাসের স্বাস্থ্যমন্ত্রী ডুয়ানে স্যান্ডস ডোরিয়ানে নিহতের সংখ্যা ‘হতভম্ব করে দিতে’ পারে বলে সতর্ক করেছেন। শক্তি হারানো ডোরিয়ান শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘণ্টায় ৯০ মাইল গতির বাতাস নিয়ে কেপ হাটেরাসে আঘাত হানে। ঘণ্টা দুই পরেই ঝড়টির চোখ সরে যায় ৫০ মাইল উত্তর-প‚র্ব দিকে। নর্থ ক্যারোলিনার গভর্নর কুপার ওক্রাকোকে বাসিন্দাদের আটকে থাকার খবরে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে তাদেরকে উঁচু এলাকায় সরে আসতে পরামর্শ দিয়েছেন। দ্বীপটিতে প্রবেশ করা সম্ভব হওয়া মাত্রই সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হবে, বলেছেন তিনি। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ