মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর অবরুদ্ধ করার পরিকল্পনা করছে হংকংয়ের বিক্ষোভকারীরা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। শুক্রবার রাতে কালো পোশাক ও মুখোশ পরিহিত শতাধিকি বিক্ষোভকারী কৌলুন এলাকার মেট্রো স্টেশনে হামলা চালায়। তারা নির্দেশনাম‚লক চিহ্ন, ঘ‚র্ণায়মান দরজা ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতি বিক্ষোভকারীদের এই কর্মকান্ডের সমালোচনা করে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত গর্হিত আচরণ।’ এদিকে বিক্ষোভকারীদের হংকং আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করার ঘোষণার পর কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল বিমানের টিকেট থাকা যাত্রীরা বিমানবন্দরমুখী ট্রেনে যাতায়াত করতে পারবেন। যাত্রাপথে ট্রেনে কোথাও থামবে না। এছাড়া বিমানবন্দরমুখী বাসসেবার ক্ষেত্রেও একই ধরণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে বিক্ষোভকারীরা বিমানবন্দরমুখী সড়ক অবরোধ করে রেখেছিল। এছাড়া তারা রেললাইনের ওপর আবর্জনা ছুঁড়েছিল এবং একটি স্টেশনে ভাঙচুর চালিয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।