Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দ্রযান-২ উপদেষ্টার নাম নেই নাগরিক তালিকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের উত্তর-প‚র্বাঞ্চলীয় রাজ্য আসামের আলোচিত নাগরিকপঞ্জি ‘এনআরসি’ এর চ‚ড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সেখানে বসবাস করা অবৈধ বাসিন্দাদের আলাদা করতে প্রস্তুত করা বৈধ নাগরিকদের এই তালিকা থেকে বাদ পড়েছেন অনেক স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন চাঁদে অবতরণ করতে ব্যর্থ হওয়া ভারতীয় মহাকাশ যান ‘চন্দ্রযান-২’ অভিযানের উপদেষ্টা ড. জিতেন্দ্র নাথ গোস্বামীও। ৩১ আগস্ট প্রকাশিত ওই জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) চ‚ড়ান্ত তালিকায় আসামের জোরহাটের অধিবাসী এই বিজ্ঞানীর পরিবারের সদস্যরাও ঠাঁই পাননি বলে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে। ড. জিতেন্দ্র’র ভাই হিতেন্দ্র নাথ গোস্বামী আসামের বিধানসভার স্পিকার। ড. জিতেন্দ্র বলেন, “আমরা ২০ বছর ধরে আহমেদাবাদে আছি। এনআরসিতে আমাদের নাম অন্তর্ভুক্তির জন্য যা করণীয় ছিল তা হয়তো আমরা করতে পারিনি। তবে আমাদের পরিবার আসামে আছে, জোরহাটে আমাদের জমিও আছে।” এই বিজ্ঞানী বলেন, “ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, তাহলে জমির কাগজপত্র দেখিয়ে একটা কিছু করতে হবে আমাদের। এ বিষয়ে আমি ভাইয়ের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় বিষয়ে তার পরামর্শ চাইব।” ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ