Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়ন করতে দেয়া হবে না : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পশ্চিমবঙ্গে কোনও নাগরিক তালিকা (এনআরসি) বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এক আলোচনায় অংশ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণম‚ল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি মানি না। আসামে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে এর বাস্তবায়ন অসম্ভব। কোনওভাবেই এ রাজ্যে এটি করতে দেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ধর্মীয় স¤প্রদায়ের ক্ষেত্রে নাগরিক সংশোধনী আইন পার্লামেন্টে তুলতে দেবে না তার দল। মমতা বলেন, ‘দেশের সব গুরুত্বপ‚র্ণ সাংবিধানিক কাঠামো আজ আক্রান্ত! কারও কোনও স্বাধীনতা নেই। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলে বিজেপি যা খুশি করছে। আমি আবার বলছি, এদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন। চলুন, সমস্ত বিরোধী দল গোটা দেশে একযোগে আন্দোলন শুরু করি। বাংলা আন্দোলনের মাটি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই না।’ আসামের নাগরিক তালিকায় ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়া, সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমকে গ্রেফতার করে তিহার জেলে রাখা, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান অভিযান নিয়েও মোদি সরকারের মাতামাতির সমালোচনা করেন মমতা। দ্য টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ