মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরের নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় বসতে আবারো ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মুসলিম সংখ্যাগুরু অঞ্চলটিতে দ্রুততম সময়ে নির্বাচনের তফসিল ঘোষণারও আহ্বান জানানো হয়। কাশ্মীরের স্থানীয় রাজনীতিকেদের কারাগারে আটকে রাখায় উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। ভারতের সংবিধান থেকে ৩৭০ নং ধারা বাতিল করে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর গত সপ্তাহে প্রথম যুক্তরাষ্ট্র নয়া দিল্লির প্রতি ওই অঞ্চলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড শুরু করার অনুমতি দানের আহ্বান জানায়। এরপর এখন নতুন করে সেখানকার রাজনীতিকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হলো। ২৯ আগস্ট মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন যে, জম্মু-কাশ্মীরে শিগগিরই ‘স্বাভাবিক রাজনৈতিক অবস্থা’ ফিরে আসবে বলে মোদি যে বক্তব্য দিয়েছেন তাকে ওয়াশিংটন স্বাগত জানায়। ‘স্বাভাবিক রাজনৈতিক অবস্থা’ বাক্য উল্লেখের ব্যাখ্যায় সেখানে দ্রুত নির্বাচন অনুষ্ঠান ও জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেয়াকে বুঝানো হয়েছে, যা প্রধানমন্ত্রী তার ৮ আগস্টের ভাষণে জাতিকে বলেছেন। শুক্রবার প্রকাশিত বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তাগাস প্রথমবারের মতো স্পষ্ট করে বলেন যে, ভারত শিগগিরই জম্মু-কাশ্মীরে নির্বাচনের ব্যবস্থা করবে। তিনি বলেন, স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ীসহ লোকজনকে নির্বিচারে গ্রেফতার এবং ওই অঞ্চলের উপর নিষেধাজ্ঞা জারি করে রাখায় আমরা উদ্বিগ্ন। নির্দিষ্ট এলাকাগুলোতে ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ করে দেয়ার খবরেও আমরা উদ্বিগ্ন। ওর্তাগাস বলেন যে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনের তফসিল ঘোষণা চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা কর্তৃপক্ষের প্রতি মানবাধিকারকে সম্মান জানানো এবং ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা পুনর্বহালের আহ্বান জানাচ্ছি। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।