Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ায় দাবানল
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার প‚র্ব উপক‚লে দাবানলে ধ্বংস হয়ে গেছে অন্তত ২১টি বাড়ি। শনিবার দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে শতাধিক দাবানল দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খরার কারণে শুস্ক পরিস্থিতি এবং কম বৃষ্টিপাতের কারণে দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপন বাহিনীকে বেগ পেতে হচ্ছে। কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, শনিবার ৫১ টি স্থানে আগুন জ্বলছে এবং ১৭ টি বাড়ি ধ্বংস হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার মাত্রা আরও বাড়তে পারে। রয়টার্স।


গনির সফর স্থগিত
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি তার প‚র্ব নির্ধারিত আমেরিকা সফর স্থগিত ঘোষণা করেছেন। আফগান প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার জানিয়েছে, শনিবার ১৩ সদস্যের শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে আশরাফ গনির ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল কিন্তু একদিন আগে তা স্থগিত করা হয়েছে। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশরাফ গনির সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সফর বাতিলের কারণ সম্পর্কে আফগান প্রেসিডেন্টের দফতর কিছু জানায়নি এবং এ সফরের পরবর্তী তারিখও নির্ধারিত হয়নি। এএফপি।


ইহুদিদের নাগরিকত্ব
ইনকিলাব ডেস্ক : দেশ ত্যাগ করা ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান। যারা কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে তাদের সুদানে ফেরারও আহ্বান জানানো হয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। শুক্রবার ধর্মমন্ত্রী নসর-উদ্দিন মোফারাহ জানিয়েছেন, ইহুদিদের ফিরে আসা উন্মুক্ত। তারা এখন অন্যান্য জাতিগত গোষ্ঠীর মতো নাগরিকত্ব উপভোগ করতে পারবেন। ধর্মমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, সুদান বিভিন্ন ধারণা, ম‚ল্যবোধ, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক অনুপ্রেরণাকে স্বাগত জানায়। আল-আরাবিয়া টিভি।


ইসরাইলের সমর্থন
ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে ভারতীয় সেনাবাহিনীর দমন-পীড়নকে দিল্লির নিজস্ব বিষয়ে উল্লেখ করে তাতে সমর্থন জানিয়েছে দখলদারি ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদ‚ত রন মালকা শনিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে কাশ্মীর নিয়ে তার দেশের অবস্থানের কথা পরিষ্কার করেন। জম্মু-কাশ্মীর নিয়ে দিল্লির সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানানোর অন্যতম কারণ ইসরাইল ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। এবিপি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ