বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল। শনিবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬টি জেলাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৬২জন হাসপাতালে ভর্তি হয়েছে। যে সংখ্যা আগের ২৪ ঘন্টায় ছিল ৫৬জন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৩৩জন ভর্তি হয়েছে। যা আগের দিন ছিল ২৪। হাসপাতালটিতে শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১২০জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর পরের অবস্থান পিরোজপুর জেলার। এ জেলাটির হাসপাতালগুলোতে শনিবার ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৩৮জন। যে সংখ্যা আগের দিন ছিল ৩১।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের মতে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬টি জেলার সরকারী-বেসরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার ৫২২জন ডেঙ্গুজ¦র আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যার প্রায় ৯৫ভাগ ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে দাবী স্বাস্থ্য দফতরের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।