Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এলাকার উন্নয়নে স্থানীয় জন প্রতিনিধিদের সততার সাথে কাজ করার আহবান- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৫ পিএম

গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। মন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়ন দেখে বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন এখন আমাদের সরকারের লক্ষ্য প্রতিটি গ্রামের মানুষ যাতে শহরের সুবিধা ভোগ করতে পারে। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ” গ্রাম হবে শহর ” কর্মসূচী ঘোষণা করেছেন। সরকারের এ কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় জন প্রতিনিধিদের সততার সাথে কাজ করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন পিরোজপুর জেলাকে আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছি। সে জন্য স্থানীয় জন প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী। গতকাল শনিবার দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ’ উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক ” স্থানীয় জন প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে মন্ত্রী পুলিশ বিভাগের উদ্যোগে শীতলার খালের উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং মতবিনিময় সভা শেষে ইদিলকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের নব নির্মিত ভবন উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ