Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোবল বাড়াতে সেনাদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খান সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে যান। সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্যদের বাড়াতে তিনি সবার সাথে দেখা করেন। এ সময় তিনি নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন। সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।
ডনের প্রতিবেদনে বলা হয়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বছর পাকিস্তানের প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবসে হিসেবেও পালিত হচ্ছে। গত মাস থেকে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। আইএসপিআর বলছে, ভারত ক্লাস্টার যুদ্ধউপকরণ দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছে; যা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লংঘন।
প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন যে, কাশ্মীর ইস্যু পাকিস্তান বাস্তবায়নের একটি ‘অমীমাংসিত এজেন্ডা।’ রাওয়ালপিন্ডির জেনারেল সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল বাজওয়া বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস চরম পর্যায়ে উঠেছে। আমি কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করতে চাই, পাকিস্তান কখনই তাদের একা ছাড়বে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের জন্য সকল ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’


কাশ্মীর ইস্যুতে বিশ্ব স¤প্রদায়ের কঠোর সমালোচনা ইমরান খানের
এদিকে কাশ্মীরে ভারত সরকারের অমানবিক আচরণের বিষয়ে বিশ্ব স¤প্রদায়ের নীরবতা নিয়ে কঠিন সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মোদি সরকারের লেলিয়ে দেয়া বাহিনী গত ৩২ দিন যাবত কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। কারফিউর নামে ভারতীয় বাহিনী কাশ্মীরের অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করেছে।’
অধিকৃত কাশ্মীর থেকে পুরুষদের তুলে নিয়ে ভারতের বিভিন্ন জেলে আটক রাখা হচ্ছে অভিযোগ করে ইমরান খান বলেন, ওষুধপত্র ও বিভিন্ন মৌলিক জিনিষপত্র থেকে উপত্যাকাটির মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ইন্টারনেটসহ সবধরনের যোগাযোগ ব্যবস্থা কেড়ে নিয়ে কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা সত্বেও আন্তর্জাতিক মিডিয়ায় কাশ্মীর ইস্যুটিই উঠে আসছে।
জম্মু-কাশ্মীরে ভারত সরকারের মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন অমান্যের বিষয়ে বিশ্ব স¤প্রদায়ের নীরবতার সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি প্রশ্ন রেখে ইমরান খান বলেন, মুসলমানদের ওপর যখন নির্যাতন চালানো হয় তখন কি বিশ্ব স¤প্রদায়ের মানবতার মৃত্যু ঘটে?
আন্তর্জাতিক স¤প্রদায়ের এমন আচরণ বিশ্বের ১৩০ কোটি মুসলমানকে কী বার্তা দেয় সেটিও ভেবে দেখার আহ্বান জানান তিনি। সূত্র : জিয়ো নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।

 



 

Show all comments
  • Mohammad Shoukat Akbar ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৩ এএম says : 0
    ইমরান খানের মত সকল মুসলিম দেশের রাষ্ট্রনায়কের উচিত কাশ্মীরের নিরীহ মুসলমানদেরকে হিন্দুবাদী ভারতীয় আগ্রাসন থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করা।
    Total Reply(0) Reply
  • Shohid Uddin ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫০ এএম says : 0
    সাবাস শের ই পাকিস্তান
    Total Reply(0) Reply
  • Abdullah Al Mamun ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, সামনে এগিয়ে যান
    Total Reply(0) Reply
  • Taj Uddin Shohag ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    সাবাস নেতা আগায় জান আমরা আছি আপনার সাথে
    Total Reply(0) Reply
  • Giasuddin Sikder Shahin ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    গ্রেট লিডার অফ পাকিস্তান
    Total Reply(0) Reply
  • Md Mojibur Rahman ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    দেখা করে লাভ নেই কাশ্মীর দখল করতে হবে।
    Total Reply(0) Reply
  • Israt Munna ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    Narea Takbeer Allahu Akbar Great Leader Great Job
    Total Reply(0) Reply
  • H M Nurul Alam ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    এইবার ভারতকে কিছু একটা করতেই হবে,না হয় বুঝতে পারবেনা কত ধানে কত চাল
    Total Reply(0) Reply
  • MD Jamil ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    Alhamdulillah allah tume emani bale baliyan thakar kaofik dao,amin
    Total Reply(0) Reply
  • ইব্রাহীম হোসেন ৭ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৮ এএম says : 0
    মুসলিম বিশ্বে এখন ইমরান খানের মত নেতা দরকার। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ