মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খান সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে যান। সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্যদের বাড়াতে তিনি সবার সাথে দেখা করেন। এ সময় তিনি নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন। সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।
ডনের প্রতিবেদনে বলা হয়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বছর পাকিস্তানের প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবসে হিসেবেও পালিত হচ্ছে। গত মাস থেকে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। আইএসপিআর বলছে, ভারত ক্লাস্টার যুদ্ধউপকরণ দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছে; যা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লংঘন।
প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন যে, কাশ্মীর ইস্যু পাকিস্তান বাস্তবায়নের একটি ‘অমীমাংসিত এজেন্ডা।’ রাওয়ালপিন্ডির জেনারেল সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল বাজওয়া বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস চরম পর্যায়ে উঠেছে। আমি কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করতে চাই, পাকিস্তান কখনই তাদের একা ছাড়বে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের জন্য সকল ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
কাশ্মীর ইস্যুতে বিশ্ব স¤প্রদায়ের কঠোর সমালোচনা ইমরান খানের
এদিকে কাশ্মীরে ভারত সরকারের অমানবিক আচরণের বিষয়ে বিশ্ব স¤প্রদায়ের নীরবতা নিয়ে কঠিন সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মোদি সরকারের লেলিয়ে দেয়া বাহিনী গত ৩২ দিন যাবত কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। কারফিউর নামে ভারতীয় বাহিনী কাশ্মীরের অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করেছে।’
অধিকৃত কাশ্মীর থেকে পুরুষদের তুলে নিয়ে ভারতের বিভিন্ন জেলে আটক রাখা হচ্ছে অভিযোগ করে ইমরান খান বলেন, ওষুধপত্র ও বিভিন্ন মৌলিক জিনিষপত্র থেকে উপত্যাকাটির মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ইন্টারনেটসহ সবধরনের যোগাযোগ ব্যবস্থা কেড়ে নিয়ে কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা সত্বেও আন্তর্জাতিক মিডিয়ায় কাশ্মীর ইস্যুটিই উঠে আসছে।
জম্মু-কাশ্মীরে ভারত সরকারের মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন অমান্যের বিষয়ে বিশ্ব স¤প্রদায়ের নীরবতার সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি প্রশ্ন রেখে ইমরান খান বলেন, মুসলমানদের ওপর যখন নির্যাতন চালানো হয় তখন কি বিশ্ব স¤প্রদায়ের মানবতার মৃত্যু ঘটে?
আন্তর্জাতিক স¤প্রদায়ের এমন আচরণ বিশ্বের ১৩০ কোটি মুসলমানকে কী বার্তা দেয় সেটিও ভেবে দেখার আহ্বান জানান তিনি। সূত্র : জিয়ো নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।