Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র : দশ দফা দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ৩য় ইউনিটের শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এদিকে শ্রমিকদের ধর্মঘটের ফলে বন্ধ হয়ে গেছে ৩য় ইউনিটের নির্মাণ কাজ। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটের নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান (এনইপিসি) চীনা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং মেশিনারি কোম্পানি তাদেরকে (বাঙালী শ্রমিকদের) ৮ ঘণ্টার স্থলে ১০ ঘণ্টা করে কাজ করিয়ে নিলেও তাদের কোনো অতিরিক্ত বেতন দেওয়া হয় না। তাদের কাজের সামান্য ত্রুটি হলেই, চীনা কর্মকর্তারা মারধর করে। প্রতিবাদ জানালে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। তারা আরো বলেন, চীনা ঠিকাদারের সহযোগী স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্স, আফতাব ট্রেডার্স ও মেসার্স লিটন এবং মেসার্স শফি প্রত্যেক শ্রমিকের নিকট থেকে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে এই কাজ দিয়েছে। তাদের বেতন মাসিক ১৮ হাজার থেকে ২০ হাজার হলেও স্থানীয় জনবল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের দিচ্ছে মাত্র ৬ হাজার থেকে ৭ হাজার টাকা। যা দিয়ে তাদের পরিবার চলছে না। শ্রমিকরা আরো জানায়, কথায় কথায় শ্রমিক ছাঁটাই করছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েকদিন আগেই এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি শেরপুর গ্রামের নয়ন একই এলাকার বিশ্বজিৎ, পাতিগ্রামের বকুল, গাড়িচালক কোরবান আলী, শ্রমিক জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, জাকির হোসেন, লিমন, সেকেন্দার আলী, আনারুল ইসলাম, জিয়ারুল ইসলাম ও রশিদুলকে বিনা কারণে ছাঁটাই করেছে। গত বৃহস্পতিবার চায়না কর্মকর্তা মকবুল নামে এক শ্রমিককে সামান্য ত্রুটির কারণে মেরে আহত করেছে। এভাবে প্রকল্পের শুরুতেই ৬শ’ জন শ্রমিক কাজ করলেও এখন করছে ৫শ’ জন। বাকি শ্রমিকদের ছাঁটাই করেছে। তাই কাজ বাদ দিয়ে গত শুক্রবার থেকেই তারা বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবে না এবং তাদেরকে বাদ দিয়ে অন্য কোনো শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করতে গেলেও তারা সে কাজ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে, শ্রমিক আইন অনুযায়ী শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি প্রদান করা, প্রত্যেক শ্রমিককে কর্মভেদে মাসিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বেতন-ভাতা প্রদান করা, আহত শ্রমিকদের চিকিৎসা-ভাতা প্রদান, শ্রমিক রেশন চালুকরণ, শ্রমিকদের খাওয়ার পানি সরবরাহ করা এবং শ্রমিকদের দিয়ে নি¤œমানের কাজ বন্ধ করতে হবে। এদিকে শ্রমিকের দাবি বাস্তবায়নের জন্য বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্যাম্পাসে সকাল থেকে তারা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক রমজান আলী, সাদ্দাম হোসেন, বেলাল হোসেন, হাইকুল ইসলাম, মাহাবুব আলম, রবিউল ইসলাম, বুলবুল হোসেন ও মহসীন আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র : দশ দফা দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ