Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চা পাতার কেজি ১০ টাকা

পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

পঞ্চগড়ে চায়ের কাঁচা পাতার মূল্যবৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা-চাষিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্মল টি-গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী দু সপ্তাহের মধ্যে স¤পূরক দামে চা পাতা না কেনা হলে জেলার সকল চা কারখানা বন্ধসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ স্মল টি-গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, বাংলাদেশ স্মল টি-গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকনসহ চা-চাষিরা। এ সময় চা-চাষিরা বিদেশে চা-পাতা আমদানি নিরুৎসাহিত করা এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে চা-পাতা প্রবেশ বন্ধ করা, কাঁচা চা-পাতার মূল্যবৃদ্ধি করা, পঞ্চগড়ে সরকারিভাবে চা-কারখানা স্থাপন ও পঞ্চগড়ে চা-অকশন মার্কেটের ব্যবস্থা করাসহ ছয় দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, পঞ্চগড়ের চা-কারখানা মালিকদের সিণ্ডিকেটে চরম দুর্ভোগে পড়েছেন চা-চাষিরা। মূল্য নির্ধারণ কমিটির দর মানছেন না চা-কারখানার মালিকরা। চলতি মৌসুমের শুরুতে ৩৫ টাকা থেকে ৩৮ টাকা কেজিতে চায়ের কাঁচাপাতা বিক্রি হলেও এখন তা ১০ থেকে ১২ টাকা বিক্রি করতে হয়। আগামী ১৫ দিনের মধ্যে চা-পাতার দামবৃদ্ধি ও অন্যান্য দাবি না মানা হলে কঠোর আন্দোলনের ডাক দেবেন চা-চাষিরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান তারা। মিছিল শেষে চা-চাষিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান স্মারকলিপি গ্রহণ করে তা দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।



 

Show all comments
  • Hafiz Uddin Hajari ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:১১ এএম says : 0
    চা আমাদের তেতুলিয়ার গর্ব আশির্বাদ স্বরুপ,
    Total Reply(0) Reply
  • Sarowar Sohag ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:১২ এএম says : 0
    চা শিল্পকে বাঁচাতে হবে। কেননা সম্ভাবনাময় বাংলাদেশ, সম্ভাবনাময় তেঁতুলিয়া।
    Total Reply(0) Reply
  • Shawkat Imam ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৩ এএম says : 0
    বাংলাদেশে চা এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এখনই আমদানি করতে হচ্ছে। তারপরও কেন চায়ের দাম কম।
    Total Reply(0) Reply
  • আরিফ আল হাসান ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৩ এএম says : 0
    সরকারি বা এনজিও ভিত্তিক কোনো সুযোগ সুবিধা আছে কি ক্ষুদ্র চা চাষীদের জন্য?
    Total Reply(0) Reply
  • Shafiqul Islam ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৩ এএম says : 0
    বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে তেতুলিয়ার চা শিল্প। তাই এই শিল্পকে বাঁচাতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চা পাতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ