Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবি রোকেয়া হলের ‘নিয়োগ বাণিজ্য’ তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রশাসনিক কয়েকটি পদে ‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত প্রফেসর ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক প্রভোস্ট প্রফেসর ড. বেগম আকতার কামালকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহাকে কমিটির সদস্য-সচিব করা হয়।
এছাড়াও কমিটিতে দায়িত্ব পালন করবেন রোকেয়া হলের আবাসিক শিক্ষক মিসেস মনিরা বেগম। বিজ্ঞপ্তিতে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।
রোকেয়া হলে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকটি পদে নিয়োগ দিতে হল সংসদের ভিপি, জিএস ও হল শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেত্রী তিন ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠে। এর সঙ্গে হলের প্রভোস্টেরও যোগসাজশ রয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করে হলটির কয়েকজন ছাত্রী।
এরপর বিষয়টি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ