বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনার বারসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে গ্রেফতার করছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। ওই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। মৌসুমীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এএপির অতিরিক্ত এসপি (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল জানান, গতকাল সকালে মাস্কাট থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে বেরিয়ে আসেন। গোপান সংবাদের ভিত্তিতে কেবিন ক্রু মৌসুমীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে ৯ কেজি ৫১২ গ্রাম ওজনের ৮২টি সোনার সোনার বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী জানিয়েছেন, তিনি দেড় লাখ টাকা চুক্তিতে সোনাগুলো বহন করে ঢাকায় এনেছেন। লাকী নামে একজনের কাছে এগুলো সরবরাহের কথা ছিল। মৌসুমি এর আগেও একবার দুই কেজি সোনা চুক্তিতে বহন করেছেন বলে জানিয়েছেন। লাকী নামটি ছদ্ম নাম বলে মনে হচ্ছে। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।