Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই -মৌমিতা মৌ

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে চারটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে মিজানুর রহমান মিজানের ‘রাগী’, ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’। এরমধ্যে ‘রক্তাক্ত সুলতানা’য় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। প্রায় সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন মৌমিতা। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগত’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুম পুরের গল্প’ সিনেমাতে। তিনি যখন এতে অভিনয় শুরু করেন তখন সেটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ শুরু হলেও পরবর্তীতে তা সিনেমায় রূপান্তরিত হয়।

মৌমিতা মৌ বলেন, ‘সিনেমায় আমার শুরুটা হয়েছিল অনেকটা হঠাৎ করে। কোন পরিকল্পনা করে চলচ্চিত্রে আসা হয়নি। এখন পরিকল্পনা করছি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার। সেটা যে মাধ্যমেই হোক। যদি নাটক-টেলিফিল্ম হয়, তাতেও অভিনয় করব। একজন শিল্পী হিসেবে শুধু সিনেমাতেই নয় নাটকেও অভিনয় করা যেতে পারে। তাই সিনেমার পর এখন আমার নাটকে অভিনয়ের জন্যও বেশ আগ্রহ জন্মেছে। তাছাড়া আমার পরিবার সিনেমার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারেই বেশি অনুপ্রেরণা দিচ্ছেন। আবার মাস্টার্স শেষ হয়ে যাওয়াতে পরিবার থেকে বিয়েরও চাপ দিচ্ছেন। হয়তো শিগগিরই বিয়েও করে ফেলতে পারি। মৌমিতা মৌ’র আসল নাম তাহমিনা ইসরাত মৌসুমী। তার বাবা মোশারফ হোসেন ও মা মনোয়ারা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ