প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মীর সাব্বিরের পরিচালনায় আহমেদ শাহাবুদ্দিনের রচনায় ১০ সেপ্টেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক নাটক ‘চোরাকাঁটা’র। প্রতি মঙ্গল ও বুধবার ৯ টা ৩৫ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে। চোরাকাটা’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, আ.খ.ম হাসান, আল মনসুর, আহসানুল হক মিনু, চিএলেখা গুহ, মেীসুমী হামিদ, মিলন ভট্টাচার্য, জয়রাজ, এ্যানি খান, তারিক স্বপন, হিমে হাফিজ, আইনুন পুতুল সোমা ফেরদেীস, আনিসুর রহমান, ইকবাল হোসেন, হাসিমুন, ইরাসহ অনেকে। পরিচালক মীর সাব্বির জানান, ‘এটি চোরের উপর গল্প হলেও চোরের শাস্তি এবং চোরের কারণে কীভাবে একটি পরিবার বা সমাজে প্রভাব পড়ে তা নাটকটি না দেখলে বোঝা যাবে না। নাটকটি দেখতে হবে, তাহলে গল্পের পরতে পরতে অনেক সুন্দর মেসে পাওয়া যাবে। এতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আমি আশাবাদী, চোরাকাটা নাটকটি দর্শকপ্রিয়তা পাবে। নাটকের গল্প বেশ সুন্দর। অভিনয়শিল্পীরা ভালো কাজ করেছেন। সাব্বির জানান, নাটকটির শূটিং হয়েছে জিন্দা গ্রাম ও ৩০০ ফিটের দিকে। দারুণ লোকেশন। গল্প অনুযায়ী নাটকের শূটিং যথাযথভাবে করতে পেরেছি। প্রাথমিকভাবে চ্যানেল থেকে ৫২ পর্ব পর্যন্ত প্রচারের কথা হয়েছে। পরবর্তীতে চ্যানেলের চাহিদা এবং দর্শকদের সাড়া পেলে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা রাখছি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।