Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৭ পিএম

ঝালকাঠিতে লাভলু হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ স্ত্রী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্য চাঁদকাঠির বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে। লাভলুর মৃত্যু নিয়ে রহস্য থাকায় পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাভলু হাওলাদার অনেক দিন ধরে কোন কাজ করছিলেন না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার কলহো রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে ঝগড়াও হতো। এক পর্যায়ে স্ত্রী স্বামীর সঙ্গে রাগ করে পাশেই বাবার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা লাভলুর মৃতদেহ ঝুলতে দেখেন। তবে এমনভাবে মৃতদেহ ঝুলছিল, তাতে পুলিশ ও স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেয়। পুলিশের ধারনা তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রাখতে পারে। তবে লাভলুর স্ত্রী হালিমা বেগম দাবি করেন, তার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
লাভলুর ভাই শাহজাহান হাওলাদার বলেন, কিভাবে আমার ভাই মারা গেলো এখনো বুঝে উঠতে পারিনি। তবে আমার মনে হয় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে তার কোন বিরোধ ছিল না। হয়তো স্ত্রী এ হত্যাকা-ের সঙ্গে জড়িত।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, বুধবার যেকোন সময় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু নিয়ে রহস্য থাকায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহস্যজনক মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ