Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় গত ২৪ ঘন্টায় ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৫৬ পিএম

গত ২৪ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন আছেন ২০ জন । পাবনার জেনারেল হাসপাতালের আর.এম.ও ডা: আকসাদ আল মাছুর আনান আজ বৃহষ্পতিবার এই তথ্য জানিয়েছেন। পাবনার সিভিল সার্জন ডা: মেহদী ইকবাল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গতকালের চেয়ে ডেঙ্গু রোগী কয়েকজন বৃদ্ধি পেয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুৃ নেই । সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগ বাড়তি -কমতির মধ্যে থাকবে। তাঁর দপ্তরের কীটতত্ব বিভাগের লোকজন এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করছেন। ইতোপূর্বে পাওয়া ১১টি স্থানের বাইরে এখনও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।
এই স্টাফ রিপোর্টার আজ পাবনায় আটুয়া এলাকা, ডিসি বাংলো ও আশপাশের এলাকায় মশক নিধন স্প্রে করতে দেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ