পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দলের একাংশের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভাই জি এম কাদের। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এ ব্যাপারে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কাদের।
সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র বিরোধিতা করে জি এম কাদের বলেন, যে কেউ ইচ্ছা করলেই এ ধরনের ঘোষণা দিতে পারেন না বা নাম ঘোষণা করতে পারেন না। এর জন্য দলের গঠনতন্ত্র রয়েছে। তিনি বলেন, 'এই ঘোষণা গঠনতন্ত্র পরিপন্থী।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দলের যে কোনো ব্যাপারে সংশ্লিষ্ট যে কেউ কোনো প্রস্তাব করতে পারেন। কিন্তু তা গ্রহণযোগ্য হওয়ার জন্য কতকগুলো নিয়ম কানুন রয়েছে। সেগুলো মানা না হলে তা গ্রহণযোগ্য হবে না।'
কাদের বলেন, 'জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে আমাকে (জি এম কাদের) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করে গেছেন। তাঁর মৃত্যুর পর আমাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। সুতরাং, এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই।'
জাতীয় সংসদে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা উল্লেখ করে সংসদে চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, গঠনতন্ত্র মেনে দলের নেতাদের সঙ্গে কথা বলে স্পিকারকে চিঠি দেওয়া হয়।
এ ব্যাপারে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, 'যে কোনো সংগঠনের শৃঙ্খলা কী, বিশৃঙ্খলা কী এটি ওই সংগঠনে জড়িত সবাই বোঝেন। সুতরাং আজকের এই ঘটনায়ও দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রওশন বর্তমানে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে রওশন বলেন, 'এরশাদ সাহেব তিলতিল করে পার্টিটাকে কষ্ট করে গড়ে তুলেছেন। এখন সেই পার্টিটাকে ভালো করতে চাই।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।