Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে নবনির্বাচিত তেঘরিয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে নবনির্বাচিত তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার(৪সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া সৌদি আরবে ওমরা হজ্জ পালনের সময় গত ৩১মে সেখানে মৃত্যু বরন করেন। এতে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শূন্যটার সৃষ্টি হয়। পরে তেঘরিয়া ইউনিয়নবাসীর দাবীর মুখে প্রয়াত চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়ার বড় ভাই হাজী মোঃ লাট মিয়াকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময়ে উপজেলা নির্বাচন অফিসে অন্য কোন প্রতিদ্বদ্বি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা না দেয়ায় গত ২৪জুলাই হাজী মোঃ লাট মিয়াকে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ