রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় ৩ জুয়াড়িকে আটক করা নিয়ে এক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার বল্লভদি ইউনিয়নের বিষ্ণুনদী গ্রামের সুবোধ কুন্ডুর বাড়িতে এ হামলা করে জুয়াড়িরা। এ সময় হামলা ঠেকাতে এলে সুবোধ কুন্ডু ও তার স্ত্রী সরস্বতী কুন্ডু আহত হয়। সুবোধ কুন্ডুর ছেলে বিষ্ণ কুন্ডু বলেন, স্থানীয় কয়েকজন যুবক প্রতিদিন রাতে আমাদের বাড়ির সামনে বসে জুয়া খেলতো। জুয়া খেলার সংবাদ পেয়ে সালথা থানা পুলিশের এএসআই মোশারফ হোসেন গত বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পার্শ্ববর্তী কাগদী গ্রামের নাজমুল বিশ্বাসের ছেলে সাহিদ বিশ্বাস (২২), রণজিৎ মালোর ছেলে রতন মালো (২৫) ও বিষ্ণুনদী গ্রামের ইসরাইল শেখের ছেলে লিয়াকত শেখ (২৬)-কে আটক করে। ক’দিন পরে জুয়াড়িরা জেল থেকে জামিনে বের হয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ব্যাপক ভাঙচুর চালায় ও ঘরে থাকা মালমাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা মামলা করতে দেয়নি। তারা বিষয়টি মীমাংসা করে দিবে বলে আশ্বাস্ত করেন। এদিকে খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছবি তুলতে গেলে ওই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিউজ না করার জন্য অনুরোধ করে। সালথা থানার এ এসআই মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বিষ্ণুনদী গ্রামের মালোপাড়া এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করা হয়। এরপর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জুয়াড়িরা জামিনে বেরিয়ে এসে সুবোধ কুন্ডুর বাড়িতে হামলা করেছে বলে শুনেছি। এ ঘটনায় তারা থানায় মামলা করতে আসলেও স্থানীয়রা মামলা করতে দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।