Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৫:১৫ পিএম

যশোরে মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম শাহাজান আলী (৭০)। পিতা-হাজের আলী। বাড়ি বাঘারপাড়ার ভাঙ্গুড়া গ্রামে। প্রাইভেট হাসপাতাল কুইন্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে জেলায় ডেঙ্গু রোগে ৪জন মারা গেলেন। এ পর্যন্ত জেলা প্রায় ১হাজার ৪শ’ আক্রান্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যশোর ২৫০বেহ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাপাতালে ১শ’৭৬ জন।

যশোর সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, ডেঙ্গু নিয়ে ভয় কেটে গেছে। যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত ওষুধ ও কীটস আমাদের হাতে আছে। আক্রান্তদের বেশীরভাগ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুতে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ